২০২৪ সালেও ডিজিটাল লটারিতে মাধ্যমিকে ভর্তি, না মানলে দায়ী প্রধান শিক্ষক

২০২৪ সালেও ডিজিটাল লটারিতে মাধ্যমিকে ভর্তি, না মানলে দায়ী প্রধান শিক্ষক

Useducation24.Com : দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৪ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ২ অক্টোবর সোমবার দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে। এ  ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সব মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারি প্রক্রিয়া অনুসরণে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বিগত বছরগুলোতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেনি। বিষয়টিকে বিধিসম্মত নয় বলে জানিয়েছে অধিদফতর। ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় অংশ নেবে না সে সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে এতে বলা হয়।

Disqus Shortname

sigma-2

Comments system

[facebook]